এই মুহূর্তে জেলা

হাওড়া শহরের ড্রেনেজ সিস্টেম নিয়ে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞের পরামর্শ নেবে পুরনিগম।

হাওড়া, ১ নভেম্বর:- হাওড়া শহরের ড্রেনেজ সিস্টেমকে আগামী দিনে কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ ডঃ পিটার পল ভ্যান মিলের পরামর্শ নিতে চলেছে হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ। জানা গেছে, উনি নেদারল্যান্ডসের ড্রেনেজ বিষয়ক বিশেষজ্ঞ। সেচ দফতর এই কাজে বিশেষ দায়িত্ব নিয়েছে। হাওড়া শহরে জল জমার যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা নিরসনের জন্য ওই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে।

উনি একটি টিম তৈরি করে কাজ করবেন। এরপর রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্ট অনুযায়ী কাজ হবে। সোমবার দুপুরে ডঃ পিটার পল ভ্যান মিলের সঙ্গে এক বৈঠকে বসেন পুর কর্তৃপক্ষ। সেখানে পুরনিগমের তরফে উপস্থিত ছিলেন প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী, দেবাংশু দাস, পুর কমিশনার ধবল জৈন প্রমুখ।