এই মুহূর্তে জেলা

লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি। হাওড়ার নলপুর স্টেশনে নিত্যযাত্রীদের অবরোধ।

হাওড়া, ১ নভেম্বর:- লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিতে হাওড়ার বাউড়িয়ার নলপুর স্টেশনে নিত্যযাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন সোমবারেই কম সংখ্যক লোকাল ট্রেন চলাচলের প্রতিবাদে দক্ষিণ-পূর্ব রেলের নলপুর স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। প্রায় ৬মাস পর লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার অনুমোদন দেয় রাজ্য সরকার। সেই অনুমোদন মেলার পরে দক্ষিণ-পূর্ব রেল তাদের লোকাল ট্রেনের সংখ্যা কমিয়ে আনে বলে অভিযোগ। আগে যেখানে সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে ১৯১টি লোকাল ট্রেন চলত সেখানে বর্তমানে আপ ও ডাউন মিলিয়ে কম সংখ্যক লোকাল ট্রেন চালবে বলে জানা গেছে। রেলের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ নলপুর স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা।

প্রায় ২ ঘন্টা অবরোধ করার পরে রেলের তরফে বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন নিত্যযাত্রীরা। সপ্তাহের প্রথম দিনে এই অবরোধে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। যদিও লোকাল ট্রেনের সংখ্যা কম থাকায় প্রথমদিন থেকেই দুর্ভোগে পড়েছিল সাধারণ মানুষ। যদিও এদিন ছুটির দিন থাকায় সেভাবে সমস্যা দেখা না দিলেও সোমবার অফিস টাইম শুরু হতেই সমস্যা শুরু হয়। জানা গেছে ট্রেনের সংখ্যা কম থাকায় এদিন প্রতিটি ট্রেনেই মানুষের বাদুড় ঝোলা ভীড় ছিল এমনকি ভীড় ট্রেনে উঠতে না পেরে অনেককেই দীর্ঘক্ষণ ষ্টেশনে অপেক্ষা ও করতে দেখা যায়। এদিকে ভীড়ে ঠাসা একটি লোকাল ট্রেন সকাল ১০টা ১০ মিনিটে নলপুর ষ্টেশনে আসলেও অনেকেই ট্রেনে উঠতে পারায় ক্ষোভে ফেটে পড়ে নিত্যযাত্রীরা। এমনকি বেলা ২টোর আগে আর কোন ট্রেন নেই এটা জানার পরেই নিত্যযাত্রীরা রেল লাইনে নেমে ট্রেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।