হুগলি, ৩০ অক্টোবর:- রবিবার বিকালে সিঙ্গুরে বিজেপির বিজয়া সম্মেলন অনুষ্ঠানে এসে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজীব ব্যানার্জীর তৃনমূল দলে প্রত্যাবর্তন নিয়ে বলেন, রাজীব কে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে বিজেপি দলে নেওয়া হয়েছিল। উনি সন্মান রাখতে পারলেন না, ইচ্ছা হয়েছে বলে চলে গেলেন। এতে বিজেপি দলের কোনো ক্ষতি হবে না। অভিষেকের বিসর্জন প্রসঙ্গে বলেন, ওনার বিসর্জন কবে হয় দেখুন। উনি তো ইডি, সিবিআই এর কাছে বাঁচুন, তারপর বিজেপির বিসর্জন দেখবেন। গোয়ায় মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেন, ওনার মাথার চাপ বেশী হয়ে গেছে। গোয়ায় ঘুরে বেড়ালে মাথার চাপ কমবে।
তবে একটা কথা বলবো, এ রাজ্যের অনেক পরিযায়ী শ্রমিক গোয়ায় আছেন, আসবার সময় একবার যেন তাদের সাথে দেখা করে বলে আসেন যে ওরা কবে পশ্চিমবঙ্গে কাজ পাবে। ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। এই প্রসঙ্গে বলেন, গুন্ডার মুখে গুন্ডারাজ মানায় না। ভদ্র লোক হয়ে গুন্ডার মতো কথাবার্তা। উনি গুন্ডাদের নেতা। সুইচ টিপলে ১৫জন বিধায়ক তৃনমুলে আসবে। এই প্রসঙ্গে বলেন, উনি সুইচ টিপতে থাকুন আর দেখুন কি হয়। পশ্চিমবঙ্গের মানুষকে শোষন করে কোটি কোটি টাকা কামিয়েছেন। একটা সময় মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলেন। এখন চাটার্ড প্লেনে ঘুরে বেড়ান। কোথা থেকে পান এত টাকা। সোর্স অফ ইনকাম কি? আমি তো একজন অধ্যাপক। উনি কি?