এই মুহূর্তে জেলা

টানা একঘন্টা মাউথঅর্গ্যান বাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুললো চতুর্থ শ্রেণীর ছাত্র।

হুগলি , ৩০ অক্টোবর:- মাউথঅর্গ্যান বাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ পুরষ্কার অর্জন করলো হুগলির বেগমপুরের রক্ষিতপাড়া গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্র শম্ভ্রম দাস। একটানা ৪৫ টি বাংলা, হিন্দি ও ইংরাজি গানের সুর কে টানা একঘন্টা বাজিয়ে এশিয়া মহাদেশের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম নথিভুক্ত করেছে। আগামীদিনে শম্ভ্রমের লক্ষ্য পড়াশোনার পাশাপাশি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম নথিভুক্ত করা। মাত্র চার বছর বয়স থেকে মাউথঅর্গ্যানে বিভিন্ন গানের সুরের শুরু হাতেখড়ি। দীর্ঘ ২১ মাস স্কুল বন্ধের কারনে খেলাধূলা ছেড়ে দিয়ে বাড়িতেই বাবার কাছে অনুশীলন। শম্ভ্রমের এই সাফল্যে খুশি সকলেই। ছোট্ট বয়স থেকে মাউথঅর্গ্যান বাজানোর ঝোঁক ছিল প্রবল। অনেক অনুষ্ঠানে গানের সুর শুনিয়ে পুরস্কার অর্জন করেছে শম্ভ্রম। জাতীয়স্তরে ‘আমাজিং কিডস্’ এর তরফে মেডেল, অল ইন্ডিয়া মাউথঅর্গ্যান প্লেয়ার গ্রুপ থেকে পদক উপহার রয়েছে তার ঝুলিতে। ছেলের সাফল্যে খুশি বাবা-মা।