এই মুহূর্তে কলকাতা

সব রেশন ডিলারকেই দুয়ারে রেশনের আওতায় আসতে হবে , বিজ্ঞপ্তি দিয়ে জানালো খাদ্য দপ্তর।


কলকাতা , ৩০ অক্টোবর:- সব রেশন ডিলার কেই আসতে হবে দুয়ারে রেশন প্রকল্পের আওতায়। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দপ্তর। এখনো পর্যন্ত যে পঞ্চাশ শতাংশ ডিলার এই কর্মসূচির আওতায় রয়েছেন তাদের আগামী মাসের শুরু থেকে কাজ করতে বলা হয়েছে। অন্যদিকে বাকি পঞ্চাশ শতাংশ যারা আগামী পনেরো তারিখের মধ্যে এই কর্মসূচির আওতায় আসবেন তাদের ১৬ তারিখ থেকে দুয়ারে রেশন কর্মসূচিতে অংশ নিতে হবে বলে খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং রাজ্যের প্রায় একুশ হাজার রেশন ডিলারকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে এই প্রকল্পে কাজ করা সম্ভব নয় বলে রেশন ডিলাররা দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন। তাদের সমস্যা সমাধানে রাজ্য সরকার আগামী তেশরা নভেম্বর রেশন ডিলার সংগঠনের সঙ্গে বৈঠকে বসবে বলে জানা গিয়েছে।

খাদ্যদপ্তর নভেম্বর মাসের যে সূচি তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে, মোট ১৬ দিন দুয়ারে কর্মসূচি চলবে। ডিলারদের ১৬টি ক্লাস্টার তৈরি করে খাদ্যশস্য দিতে বলা হয়েছে। নভেম্বর মাসে বিভিন্ন উৎসবের জন্য বেশ কয়েকটি দিন রেশনে খাদ্যশস্য সরবরাহ বন্ধ থাকবে। ওই মাসে শুধু শনিবার রেশন দোকান খোলা রেখে খাদ্যশস্য দেওয়ার জন্য নির্দিষ্ট রাখা হয়েছে। রবিবার সকালের অর্ধে রেশন দোকান খোলা থাকে। কোনও এলাকা বাদ পড়লে ওই দিনও দুয়ারে কমর্সূচি পালন করতে বলা হয়েছে। যদিও প্রথমবার এই প্রকল্পে যে ডিলাররা অংশ নেবেন তাঁরা এমাসে ১৫ তারিখ পর্যন্ত দোকান থেকে খাদ্যশস্য সরবরাহ করবেন। আগামী মাসে সব ডিলারকে মাসের গোড়া থেকে দুয়ারে প্রকল্পে অংশ নিতে হবে।