এই মুহূর্তে জেলা

রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদের রায়ে নিষেধাজ্ঞা কোলকাতা হাইকোর্টের, বন্ধ আতসবাজি!

সুদীপ দাস, ২৯ অক্টোবর:- দিন কয়েক আগেই রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদ নির্দিষ্ট সময় বেঁধে আতসবাজি পোড়ানোর রায় দিয়েছিলেন। কিন্তু শুক্রবার সেই রায়ে নিষেধাজ্ঞা জারি করল কোলকাতা হাই কোর্ট। ফলে দীপাবলি তো বটেই ছট, জগদ্ধাত্রী, ক্রিসমাস কিংবা বর্ষবরণ কোন উৎসবেই আতসবাজি পোড়ানো যাবে না। শুক্রবার কোলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ আগামি যে কোন উৎসবে যে কোন আতসবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করলো। ফলে কালী পুজোর আগেই বিপাকে পরলো আতসবাজির ব্যাবসায়ীরা।

এদিনের রায়ের ফলে পরিবেশ বান্ধব হোক বা নাই হোক যে কোন রকম আতস বাজি পোড়ানো বা বিক্রিই আইন বিরুদ্ধ বলে গন্য হবে। ব্যাবসায়ীদের বক্তব্য গতবছরও কোভিড আবহে একেবারে শেষ মুহুর্তে আতসবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। এবারেও দীপাবলির ঠিক আগে একই সিদ্ধান্ত গ্রহন করা হলো। চুঁচুড়ার আতসবাজি ব্যাবসায়ী স্পন্দন যশ আদালতের রায়কে মান্যতা দিয়েই বলেন গতবছর থেকেই বহু টাকা বাজি দোকানে পরে রয়েছে। এবছরের শেষে সব বাজি ফেলে দিতে হবে। তাই বহু টাকা লোকসানের মুখে দাঁড়িয়ে আমরা।