এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সমস্ত বকেয়া সড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।

কলকাতা, ২৮ অক্টোবর:- জাতীয় সড়ক সংস্কার সহ রাজ্যের সমস্ত বকেয়া সড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এধরণের সমস্ত প্রকল্পের সমস্যা খুঁজে নির্ধারিত সময়ের মধ্যে তার সমাধান করার জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেস দিয়েছেন। মঙ্গলবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন সড়ক প্রকল্পে গতি আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্র মমতা ব্যানার্জী।তারপর গতকাল সন্ধ্যায় মুখ্যসচিব এব্যপারে বৈঠক ডাকেন। সব জেলার জেলাশাসক, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ,রেল, বিদ্যুত, পূর্ত দফতরের মতো বিভিন্ন বিভাগের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন সড়ক প্রকল্পের অগ্রগতি তিনি পর্যালোচনা করেন। রাজ্যে অধিকাংশ জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে জমি সংক্রান্ত সমস্যা

ইতিমধ্যেই মিটে গেছে বলে প্রসাসনিক সূত্রে জানা গেছে। তবে সামান্য যে কয়েকটি যায়গায় এখনও সমস্যা রয়েছে তা দ্রুত মিটিয়ে ফেলার জন্য মুখ্যসচিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।জাতীয় সড়ক প্রকল্পে জমিদাতাদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার ব্যপারে এনএইচএআইকে আরও তৎপর হতে বলা হয়েছে। ওই বৈঠকে বড় জাগুলিয়া থেকে রাণাঘাট, রানাঘাট কৃষ্ণনগর কৃষ্ণনগর বহরমপুর জাতীয় সড়কের সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এ ধরনের প্রকল্পের কাজ সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে রাজ্য সরকার সমস্ত রকম সহযোগিতা করবে বলেও বৈঠকের আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রিলকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে। কোনা এক্সপ্রেস ওয়ের ওপর প্রস্তাবিত উড়ালপুল প্রকল্পের অগ্রগতি নিয়েও ওই দিনের বৈঠকে আলোচনা হয়।