এই মুহূর্তে জেলা

সরকারি নির্দেশ ছাড়াই খুলে দেওয়া হলো কলেজ।

হুগলি, ২৫ অক্টোবর:- সরকারিভাবে ঘোষনার আগেই খুলে দেওয়া হলো কলেজ। ঘটনাটি হুগলি ইন্সটিটিউট অফ টেকনোলজি (hit) কলেজের। সোমবার ছাত্র-ছাত্রীরা এই পলিটেকনিক কলেজে ক্লাস করতে আসে। পড়ুয়ারা জানায় সরকারীভাবে কলেজ খোলার কোন খবর আমরা পাইনি। তবে কলেজ কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপে কলেজ খোলার মেসেজ পাঠায়। তা দেখেই আমরা কলেজে আসি। এবং এদিন সাধারন ক্লাসও হয়। যদিও সরকারী সূত্রে খবর পলিটেকনিক কলেজগুলি জীবানুমুক্ত করার পর কোভিড বিধি মেনে প্রাকটিক্যাল ক্লাস করা শুরু করতে পারে। কিন্তু সাধারন ক্লাসে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে এবিষয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে অস্বীকার করেন কলেজের অধ্যক্ষ সৌমিত্র সাহা।