এই মুহূর্তে জেলা

ডানকুনিতে যানজট এখন নিত্যদিনের সঙ্গী।

হুগলি, ২৪ অক্টোবর:- ডিজেলের দাম সেঞ্চুরি, পেট্রোল আগেই শতরান টপকে গেছে। তবুও নাজেহাল অবস্হা ২ নং জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যানযটে ট্রাক থেকে ছোটো গাড়ি। সেই পুজোর দিন থেকে শুরু হয়েছে বর্ধমান-কোলকাতা মুখে লেনে নরক যন্ত্রনা। আজও সকাল থেকে ফের পুনরাবৃত্তি। ডানকুনি মাইতিপাড়া থেকে সিঙ্গুর পর্যন্ত লম্বা গাড়ির লাইন। একে তেলের মূল্য বৃদ্ধি, পাশাপাশি টোল ট্যাক্স দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে বলে অভিযোগ গাড়ি চালক থেকে আরোহীদের। বিশেষ করে, ডানকুনি টোল প্লাজা থেকে ডানকুনি মাইতিপাড়া পর্যন্ত পাঁচ মিনিটের রাস্তা পার হতে একঘন্টা সময় লাগছে। ফলে টোলপ্লাজার থেকে গাড়ির লম্বা লাইন সিঙ্গুর পর্ষন্ত হচ্ছে। প্রশাসনের অজুহাত, ডানকুনি থেকে মাইতিপাড়া পর্ষন্ত বেহাল রাস্তার কারনে এই যানজট।