এই মুহূর্তে কলকাতা

কলকাতা মেডিকেল কলেজকে উৎকর্ষ কেন্দ্র বলে ঘোষণা করলো রাজ্য সরকার।

কলকাতা, ২৪ অক্টোবর:- কলকাতার এস এস কে এম হাসপাতাল তথা মেডিক্যাল কলেজকে ‘সেন্টার অফ এক্সেল্যান্স’ বা ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসাবে ঘোষণা করল রাজ্য সরকার। সামগ্রিকভাবে রাজ্যের মধ্যে একমাত্র হাসপাতাল হিসাবে এসএসকেএম হাসপাতালকেই এমন বিশেষ মর্যাদা দেওয়া হল বলে জানা গেছে।এই স্বীকৃতির ফলে চিকিৎসার যে কোনও শাখার কোনোও বিষয়ে মৌলিক গবেষণার সুযোগ ও পরিকাঠামো নির্মাণে অনেক বাড়তি সুযোগ পাওয়া যাবে বলে চিকিৎসা জগতের ধারণা। বিভিন্ন বিষয়ের সরকারি আনুকূল্য পাওয়ার পথও প্রশস্ত হবে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে মোট ৩৮টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে আউটডোর চিকিৎসা এবং ইনডোর পরিষেবার ব্যবস্থা রয়েছে।

এছাড়াও আটটি অ্যানেক্স বিভাগ চলছে। যেগুলি পৃথকভাবে গবেষণা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।মাস খানেক আগেই এসএসকেএম হাসপাতালের সঙ্গে যৌথভাবে ক্যানসার চিকিৎসার চুক্তি করেছে টাটা মেমোরিয়াল। সেই কাজ ইতিমধ্যে অনেকটাই এগিয়েছে। এছাড়াও রাজ্যের একমাত্র পেরিনেটলজি বা শিশুর জন্মের পর থেকে ছ’বছর পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা গড়ে উঠবে। সেই কাজও চলছে। ইতিমধ্যে পেরিনেটলজির আউটডোর চালু হয়েছে। আধুনিক চিকিৎসা ও গবেষণার এমন সম্ভাবনাকে অগ্রাধিকার দিয়েই রাজ্য স্বাস্থ্যদপ্তর এই সরকারি হাসপাতালকেই ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে ঘোষণা করল। এসএসকেএমের সাফল্যে উচ্ছ্বসিত এখানকার চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা।