এই মুহূর্তে কলকাতা

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ দেওয়ার পরিমাণ ৫০ কোটির গণ্ডি পেরোলো।

কলকাতা, ২৪ অক্টোবর:- রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ দেওয়ার পরিমাণ ৫০ কোটির গণ্ডি অতিক্রম করল উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, দুর্গাপুজোর পরপরই ব্যাঙ্ক খুলতেই ঋণ মঞ্জুর এর অংক ৫০ কোটি ছাড়িয়েছে। রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য একটি সমবায় ব্যাঙ্কের পাশাপাশি একটি বেসরকারি ব্যাঙ্ক এবং দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে। কালীপুজোর আগেই আরও একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হওয়ার কথা বলে জানানো হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ চেয়ে আবেদনের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে ইতিমধ্যেই।

উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ১৪০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া সম্ভব হয়েছে। তবে কালীপুজোর পরে সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। নথিপত্র জনিত অসুবিধার কারণে যাতে লোন প্রাপ্তি আটকে না যায় সে জন্য রাজ্য সরকার জেলা প্রশাসনকে ব্যাঙ্কগুলির সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পড়ুয়াদের ঋণের আবেদন যাতে দ্রুততার সঙ্গে অনুমোদন হয় সে বিষয়ে ব্যাঙ্কগুলির কাছে আবেদন জানানো হয়েছে।