এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে পানীয় জলের কলে তালা , দুর্ভোগে এলাকাবাসী।

হুগলি, ২৪ অক্টোবর:- জলই জীবন, এই কথাটা চরম সত্যি। কিন্তু জলই যন্ত্রণা হবে এমনটা মানুষ ভাবেনি। বৈদ্যবাটী পৌরসভার পক্ষ থেকে ১ নম্বর ওয়ার্ডের মরাদান এলাকার জিটি রোডের পাশে বসানো হয় পানীয় জলের টাইম কল। পথ চলতি মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে। এতদিন দেখা গেছে দোকানে তালা পরে, কারখানায় তালা পরতে। কিন্তু অভিনব ভাবে টাইম কলে তালা লাগালো কেউ বা কারা। এই অভিনবভাবে টাইম কলে তালা লাগানো এর আগে কেউ দেখেছে কিনা জানি না, তবে এইটাই প্রথম বোধ হয়েছে বৈদ্যবাটী পৌরসভায়। পানিও জলের কলে তালা লাগালো যাদের প্রয়োজন তারাই। যারা তালা লাগিয়েছে প্রয়োজনে তারাই কল খুলে জল ব্যবহার করতে পারবে,

আর পথ চলতি সাধারন মানুষের জন্য জল নয় এটাতো হয় না। বৈদ্যবাটী পৌরসভার প্রশাসক তথা চাঁপদানির বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁইনের বলেন, সাংবাদিকদের কাছে প্রথম শুনলাম এবং ছবি দেখলাম। এটা আমার জানা ছিল না। বিষয়টা আমি দেখছি। সরকারি জায়গায় কল কে বা কারা তালা মেরেছে সেটা খোঁজ নিয়ে দেখা হবে। আমরা আইনত ব্যবস্থা নেবো। অন্যদিকে স্থানীয় এক ব্যবসাদার বলেন, সমস্যা হচ্ছে রাস্তার জন্য। জল পড়ে রাস্তায় অবস্থা খারাপ হয়ে যায়। সেই জন্য এটা করা হয়েছে আর কোন কারন নেই।