হাওড়া, ২৪ অক্টোবর:- আন্ডারপাসের দাবিতে প্রায় ঘন্টাখানেক বন্ধ রইল হাওড়া আমতা রুটের ট্রেন চলাচল। হাওড়ার বালিটিকুরি শেখপাড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা রবিবার ওই অবরোধ করেন। হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইন গিয়েছে বালিটিকুরি শেখপাড়া এলাকা থেকে। প্রথমে এই লাইন মালগাড়ির জন্য নির্দিষ্ট থাকলেও পরে গাড়ির সংখ্যা বাড়ানো হয় এই রুটে। অভিযোগ, কোনওরকম আন্ডারপাস না থাকায় প্রাণের ঝুঁকি নিয়েই প্রতিদিনই লাইন পারাপার করে যাতায়াত করতে হয় স্থানীয় মানুষজনকে। যার ফলে দুর্ঘটনাও ঘটে এখানে। বর্তমানে দুটি লাইন থাকলেও সেখানে থার্ড লাইনের কাজ চলছে। তাতেই এলাকার মানুষের আশঙ্কা ভবিষ্যতে এই রুটে গাড়ির সংখ্যা বাড়বে। সেই ক্ষেত্রে আন্ডারপাস না হলে দুর্ঘটনার পরিমাণ বাড়বে। দীর্ঘদিন যাবৎ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে রবিবার দুপুরে রেললাইনে বসে গাছের ডাল ফেলে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে রেলের আশ্বাসে অবরোধ তোলেন তারা।