এই মুহূর্তে জেলা

ফের দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে। কনটেইনার-লরির সংঘর্ষ। আহত ২।

হাওড়া, ২২ অক্টোবর:- শুক্রবার ভোররাতে দ্বিতীয় হুগলী সেতুর উপর কনটেইনার-লরির সংঘর্ষে আহত হন চালক সহ দু’জন। আহতদের উদ্ধার করে পুলিশ কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে হুগলী সেতুতে। পরে ক্রেনের সাহায্যে গাড়ি দু’টিকে সরানো হয়। জানা গেছে, শুক্রবার ভোররাতে কলকাতা থেকে হাওড়াগামী একটি কনটেইনার দ্বিতীয় হুগলী সেতু থেকে নামার সময় টোলপ্লাজায় আসার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সেটি একটি লাইটপোস্টেও ধাক্কা মারে। এর ফলে কনটেইনারটি এক লেন থেকে অন্য লেনে চলে যায়। খুলে যায় সামনের চাকা। এর পাশাপাশি ল্যাম্পপোস্টটিও ভেঙে যায়।

ওই সময় পিছনে আসা একটি পেপসির লরি ওই কনটেইনারের পিছনে ধাক্কা মারে। আহত হন গাড়িচালক ও অন্য একজন। দুর্ঘটনার পর কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান। আহতদের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে ক্রেন নিয়ে আসে। গাড়ি দু’টিকে সরানো হয়। এদিকে দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলী সেতুতে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ক্রেন ও গ্যাস কাটারের সাহায্যে লরি কেটে রাস্তা পরিষ্কার করা হলে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয়।