এই মুহূর্তে জেলা

প্রকাশ্যে পিস্তল হাতে মাছ ব্যবসায়ীকে শাসানি, তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ।

হাওড়া, ২০ অক্টোবর:- হাতে পিস্তল নিয়ে এক মাছ ব্যবসায়ীকে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনার ভিডিও ধরা পড়ল সিসিটিভিতে। ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানা কাপুর গলিতে। পুরো ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, মঙ্গলবার রাতে নাটুস নামের এক ব্যক্তি ‘মদ্যপ’ অবস্থায় মাছ ব্যবসায়ী শেখ শামসেরকে হুমকি দেয়। দুজনের সঙ্গে এর আগে কোনও পরিচয় কিংবা শত্রুতা ছিলনা বলেও শামসেরের দাবি। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে গোলাবাড়ি থানায় একটি অভিযোগ এসেছে। তার ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শেখ শামসের নামের মাছ ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে হানিফ ওরফে নাটুস নামের এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসিয়েছে। ঘটনার পর থেকেই হানিফ পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।