এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে এসে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা ভক্ত ও অনুরাগীদের।

হাওড়া, ১৮ অক্টোবর:- বেলুড় মঠে এসে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন তাঁর ভক্ত ও অনুরাগীরা। রবিবার ১৭ অক্টোবর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দজী মহারাজের জীবনাবসান হয়। রাত ৮-২৫ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ২ ঘন্টার জন্য বেলুড় মঠে রাখা হয় সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দের দেহ। সেখানেই প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান তাঁর ভক্ত ও অনুগামীরা। সোমবার রাত ৯টা নাগাদ বেলুড়েই তাঁর শেষকৃত্য হবে। মঠ সূত্রের খবর, প্রয়াত মহারাজ জয়রামবাটি মাতৃমন্দির ও ঢাকা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ছিলেন।