সুদীপ দাস , ১৭ অক্টোবর:- বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল আটকালো পুলিশ। রবিবার চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে ভারতমাতা সেবা সমিতি। মূল উদ্যোক্তা বিজেপির হুগলী সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ। এদিন এই মিছিল শুরু হওয়ার আগেই আটকে দেয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর কোভিড বিধি মানতেই মিছিল আটকানো হয়েছে। তবে পিপুলপাতি মোড়েই পথসভার মধ্য দিয়ে এই প্রতিবাদ কর্মসুচি অনুষ্ঠিত হয়। ভারতমাতা সেবা সমিতির বক্তব্য আমরা আবার প্রতিবাদে নামবো। দেখি কারা আটকায়।