এই মুহূর্তে জেলা

শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর রূটমার্চ এবং বিশেষ নজরদারি।

নদীয়া, ১৬ অক্টোবর:- আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভার উপনির্বাচন। জোর কদমে চলছিল ভোট প্রচার, শারদীয় উৎসব উপলক্ষে মাঝে কিছুটা ব্যাহত হয় তা তবে প্রচার এর ধরন বদলে তর্পনের স্নানের ঘাট, পূজা মন্ডপ, বিসর্জন ঘাটে ভোট প্রচার শুরু হয় দলের পক্ষ থেকেই। তবে পুজো শেষ হতেই একদিকে যেমন প্রার্থীরা ঝাঁপিয়ে পড়েছে ভোটের প্রচারে ঠিক তেমনি প্রশাসনিক নিয়ম নীতির সতর্কতা শুরু হয়ে গেলো। দু কম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই স্থানীয় মিউনিসিপাল স্কুল এবং অরিয়ান্টাল স্কুলের আশ্রয় নিয়েছে। প্রশাসন সূত্রে জানা যায় এরমধ্যে এক কম্পানি সিআরপিএফ এবং অন্য আরেক কোম্পানি সিআইএসএফ।

তবে বিএসএফের আরও দু কোম্পানি নিরাপত্তারক্ষী শান্তিপুরের পদার্পণ করেছে আজই। এখনো পর্যন্ত জানা তথ্য অনুযায়ী মোট ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী শান্তিপুরে মজুদ রাখা হবে উপ-নির্বাচন উপলক্ষে। পুজো শুরু হওয়ার মধ্যেই একদিন রুটমার্চ হয়েছিলো, আজ আবারও শান্তিপুর শহরের রূটমার্চ লক্ষ্য করা গেলো। শান্তিপুর থানার পক্ষ থেকেও প্রতিদিন রাতে বিশেষ নজরদারি লক্ষ্য করা যাচ্ছে, শহরে প্রবেশ এবং বাহির পথ বিভিন্ন গঙ্গা ঘাটে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।