এই মুহূর্তে কলকাতা

২০২১ বিশ্ববাংলা শারদ সন্মান প্রদান।

কলকাতা, ১১ অক্টোবর:- বাঙালির শিল্প চেতনার গরিমা কে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে বিশ্ববাংলা শারদ সম্মান চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি বছরে কলকাতা ও আশপাশের জেলার ১০৩ টি পুজো কমিটিকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। যার ৩৬ টি পুজো পেয়েছে ‘সেরার সেরা’ সম্মান। সোমবার ষষ্ঠীর দিন নন্দন লাগোয়া অবনীন্দ্র সভা ঘরে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেন। সঙ্গে ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু, তথ্য অধিকর্তা মিত্র চট্টোপাধ্যায় প্রমুখ।