এই মুহূর্তে জেলা

অধীর এরাজ্যের সভাপতি হওয়ার পর থেকেই কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এরাজ্যে – কল্যাণ বন্দোপাধ্যায়।

হুগলি , ৮ অক্টোবর:- এটা তো সত্যি কথাই কংগ্রেস উঠে যাচ্ছে, যবে থেকে অধীর এরাজ্যের কংগ্রেস সভাপতি হয়েছে তখন থেকে কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বাংলায়। আমরা কি করবো তাহলে অধীরকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো। কংগ্রেস নিজের দোষে আজ মানুষের সমর্থন হারিয়েছে। রিষড়ায় বস্ত্রদান কর্মসূচিতে এসে অধীর চৌধুরীকে একহাত নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। অন্যদিকে তাকে প্রশ্ন করা হয় যে সুপ্রিমকোর্ট এ দুয়ারে রেশন কর্মসূচি নিয়েছে তার উপর সুপ্রিম কোর্ট স্থগিত অর্ডার দিয়েছে এ ব্যাপারে বলতে গিয়ে কল্যাণবাবু বলেন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। তবে এটা সত্যি কথা কেন্দ্রীয় সরকার চায়না রাজ্য সরকার যে কর্মসূচি নিয়েছে সেটা যাতে এখানে চালু থাকে। অন্যদিকে উত্তরপ্রদেশের

যেভাবে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে তাই নিয়ে বলতে গিয়ে কল্যান বাবু বলেন যে যেভাবে আন্দোলনরত কৃষকদের চাপা দিয়ে মারা হয়েছে তা অত্যন্ত অন্যায়, অথচ যে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলছেন অত্যন্ত ওশোভনীয় সে অতীতে স্টেটমেন্ট দিয়েছিল কি ভাবে কৃষক আন্দোলন বন্ধ করা যায় তা আমাদের জানা আছে সেই লোকের ছেলে যে এটা করবে এর থেকে আর কি হতে পারে। শনিবার সন্ধ্যায় রিষড়া তৃণমূলের উদ্যোগে শারদীয়া পূজা উপলক্ষে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছিলেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন কয়েক হাজার মানুষের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাক্তার ডাক্তার সুদীপ্ত রায় রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। অনুষ্ঠানে পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ছাড়াও পৌরসভার সমস্ত কো অর্ডিনেটর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।