এই মুহূর্তে জেলা

পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন ট্যাক্সিতে হারানো মূল্যবান ব্যাগ।

হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন তাঁর দামী ক্যামেরার ব্যাগ। গত ৫ অক্টোবর একটি ট্যাক্সিতে ক্যামেরা সমেত ব্যাগটি ফেলে নেমে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর পরিবারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকাল দশটা নাগাদ শুভদীপ দাসগুপ্ত নামের ওই অফিসার তাঁর পরিবারকে নিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন প্রিপেইড ট্যাক্সি বুথ থেকে সল্টলেক যাওয়ার জন্য ট্যাক্সি বুক করেন। বাড়িতে ফেরার পর সেইদিন বিকেলে তাঁর খেয়াল হয় দামি ক্যামেরা, এসডি চিপ এবং ক্যামেরার অন্যান্য সরঞ্জাম প্রভৃতি খোয়া গিয়েছে। তিনি ওই ব্যাগটি ট্যাক্সিতেই ফেলে এসেছেন। এরপর বিষয়টি তিনি জানান হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের অফিসে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত করে ট্যাক্সি চালক মহেন্দ্র মাহাতোকে। এরপর ট্যাক্সিচালককে ডেকে পাঠানো হয়। ট্যাক্সিচালক ক্যামেরা সহ ব্যাগটি নিয়ে আসেন পুলিশের কাছে। পুলিশ শুভদীপবাবুকে ডেকে পাঠান। পরে তিনি এসে তাঁর খোয়া যাওয়া ক্যামেরা নিয়ে যান থানা থেকে।