কলকাতা, ৭ অক্টোবর:- ভারতের চতুর্দশ প্রেস কাউন্সিল গঠিত হয়েছে। এই সংক্রান্ত সরকারী বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবারের কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন কলকাতার তিন সাংবাদিক। তাঁদের মধ্যে রয়েছেন প্রেস ক্লাব কলকাতার সম্পাদক, সংবাদ প্রতিদিনের সাংবাদিক কিংশুক প্রামানিক, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আজকাল পত্রিকার সাংবাদিক অংশু চক্রবর্তী। ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট এর প্রতিনিধি হিসেবে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক প্রজ্ঞানন্দ চৌধুরী কাউন্সিলের সদস্য হয়েছেন। এই প্রথম প্রেস ক্লাব কলকাতা ভারতের প্রেস কাউন্সিলে প্রতিনিধি পাঠালো।
