এই মুহূর্তে জেলা

দেবীপক্ষে দেবীর আরাধনায় মহিলা তৃণমূল।

হুগলি, ৬ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এর নির্দেশে আজকে দেবীপক্ষের সূচনায় রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে গঙ্গা আরতিতে অংশ নিলেন তৃণমূল মহিলা কংগ্রেস এর কর্মীরা। এর সঙ্গে সঙ্গে সমাজে যেসব মহিলারা জীবন যুধ্যে লড়াই করে প্রতিষ্ঠিত হয়েছেন সেই সব মহিলাদের আজ সম্বর্ধিত করা হল। তুমিই দুর্গা নামক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রিষড়ায় প্রেম মন্দির ঘাটে। রিষড়া শহর তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী পৌলোমী চক্রবর্তীর নেতৃত্বে দলের মহিলা কর্মীরা প্রেম মন্দির ঘাটে গঙ্গা আরতির মাধ্যমে দেবীপক্ষের এই সূচনাকালে প্রতিকূলতার বিরুদ্ধে করাই করে প্রতিষ্ঠা পেয়েছেন যেসব মহিলারা তাদের সম্বর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিস্র, উপ প্রশাসক জাহিদ হাসান খান, জেলা পরিসদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় কো-অর্ডিনেটর শুভজিৎ সরকার, মনোজ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে শ্রীরামপুরের গঙ্গার ঘাটে একই অনুষ্ঠানে অংশ নেন শ্রীরামপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ঝুম মুখার্জি সহ মহিলা তৃণমূল কর্মীরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন প্রশাসক অমিও মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানেও গঙ্গার আরতির মাধ্যমে দেবী সূচনা হলো এবং সমাজে লড়াই করে প্রতিষ্ঠিত সম্বর্ধিত করা হল তুমিই দুর্গাদের।