এই মুহূর্তে জেলা

হাওড়াতেও গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ।

হাওড়া, ৬ অক্টোবর:- বুধবার মহালয়ার ভোর থেকে হাওড়াতেও তর্পণ করতে মানুষ আসেন গঙ্গার ঘাটে। দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে নজরদারি ছিল পুলিশের। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় এদিন মহালয়ার ভোরে তর্পণ চলে হাওড়ার বিভিন্ন ঘাটে। সকাল থেকেই তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমান গঙ্গার ঘাটগুলিতে। রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, বাঁধাঘাট সহ বালির বিভিন্ন ঘাটেও তর্পণের জন্য ভোর থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়।

রীতি মেনে সকলেই মহালয়ার ভোরেই পিতৃপুরুষকে তর্পণ করার জন্য তাঁরা হাজির হন। সেই ছবি এদিন ভোর থেকেই লক্ষ্য করা যায়। সূর্য দেবতাকে সাক্ষী রেখে পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন মানুষ। হাওড়ার প্রত্যেকটি গঙ্গার ঘাটেই ছিল প্রশাসনের নজরদারি। দুর্ঘটনা এড়াতে প্রস্তুত ছিল প্রশাসন। গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তা জোরদার করে হাওড়া সিটি পুলিশ। এছাড়াও কলকাতা রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে গঙ্গার ঘাটগুলিতে স্পিডবোট নিয়ে অতিরিক্ত নজরদারি চালানো হয়। বিপদ এড়াতে মাইকিং এর ব্যবস্থা করা হয় ঘাটগুলিতে। যাতে না কোন দুর্ঘটনা ঘটে সেই কারণে পুলিশের তরফ থেকে বিভিন্ন রকম নিরাপত্তা নেওয়া হয়।