এই মুহূর্তে জেলা

ভোর রাতে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ায় চণ্ডীপাঠে আপামর বাঙালি কে জানিয়ে দেয় মা আসছেন। সূচনা হচ্ছে দেবীপক্ষের।


হুগলি, ৬ অক্টোবর:- ভোর রাতে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ায় চণ্ডীপাঠে আপামর বাঙালি কে জানিয়ে দেয় মা আসছেন। সূচনা হচ্ছে দেবীপক্ষের। এদিনের এই শুভক্ষনে ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় গঙ্গা এবং নদীর কূলে ভিড় করেছেন লক্ষ লক্ষ্য মানুষ। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দর্পন করে শ্রদ্ধা জানাচ্ছে তাঁরা। এদিন অন্যান্য জায়গার সঙ্গে হুগলী জেলাতেও দেখা গেল সেই একই দৃশ্য এদিন হুগলির গঙ্গার ঘাট গুলিতে মানুষ এসে পিতৃ পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ভোর থেকে প্রচুর পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে বিভিন্ন ঘটে এ। সঙ্গে বহু ঘাটে জল পুলিশের লঞ্চ টহল দিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সতর্ক করে বলা হয়েছে যখন তর্পণ করবেন তখন সাবধানে করবেন গভীর জলে যাবেন না এবং নিজেকে নিরাপদ সুরক্ষিত রাখতে সজাগ থাকুন।