সুদীপ দাস, ৬ অক্টোবর:- চোর-ডাকাতরা ধরা পরলে তাদের মাথা মন্ডন করা হতো, এখন দেখছি মাথা ন্যাড়া করে তৃণমূলে ঢুকছে। বিজেপি উন্নয়নের দল। তৃণমূলে ঢুকলে চুরি-জোচ্চুরি করতে পারবে। তাই মাথা ন্যাড়া করে তৃণমূলে ঢুকছে। ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিষ দাস প্রসঙ্গে কটাক্ষ হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীর। বুধবার মহালয়ার পুণ্যলগ্নে নিজের লোকসভা কেন্দ্র হুগলীর চুঁচুড়ায় তর্পণ করতে এসে একথা বলেন তিনি। এদিন লালপাড় শাড়ি পরে চুঁচুড়ার বন্দেমাতরম ভবন সংলগ্ন জোড়াঘাটে এসে পূর্বপুরুষদের স্মরন করেন লকেট চ্যাটার্জী। উপস্থিত ছিলেন রাজ্য নেতা স্বপন পাল, হুগলীর বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জী, যুব সভাপতি সুরেশ সাউ সহ মহিলা নেত্রীরা।
এদিন গঙ্গায় অবগাহন করে সূর্য প্রনাম সারেন সাংসদ। পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে তর্পণ করেন লকেট চ্যাটার্জী। তর্পণ শেষে ফিরে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুর বিজেপি বিধায়ক আশিষ দাসকে কোলকাতায় এসে মাথা মুন্ডন করে দল ছাড়া নিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি সেলিব্রিটি সন্তানদের মাদকাসক্ত নিয়ে বলেন যারা এইসমস্ত নিষিদ্ধ মাদক সাপ্লাই করছে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে হবে। অন্যদিকে উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন উত্তরপ্রদেশ সরকার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে। যদিও তৃণমূলের সাংসদরা লখিপুরে চলে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে ৫১জন বিজেপি সদস্য খুন হলে সেখানে যাচ্ছে না।