সুদীপ দাস, ৪ অক্টোবর:- পূজোর ফ্যাশানে রাজ্য সরকারের প্রকল্প এবার নজর কাড়ছে আপামর বাঙালির। হাতে মাত্র কটা দিন দোড়গোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজো। বিগত বছরের ন্যায় করোনার কারণে আর্থ সামাজিক পরিস্থিতি বেশ খারাপ হলেও বাঙালি সর্বদাই সাধ্যের মধ্যে সাধপূরণে প্রথম সারিতে অবস্থান করে। পাশাপাশি পুরোনোর মাঝে নতুনকে নতুন করে সৃজন করতে কিংবা খুঁজে নিতে বাঙালির বিকল্প মেলা ভার। সেই রীতি বজায় রেখেই গতবারের ন্যায় এবারেও বর্তমান পরিস্থিতি ও দিনকালের কথা মাথায় রেখে তার পরিস্ফুন মিললো শাড়িতে।

শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় শাড়ি যেন হয়ে উঠলো জীবন্ত। সত্যম বুটিকের উদ্যোগে বিগত দিনে করোনার পরিস্থিতির কথা মাথায় রেখে শাড়ি সেজে উঠেছিলো করোনা সংক্রান্ত বিষয় নিয়ে। সে সময় যা বিকিয়েছিলোও দেদার। এবার পুরোনোতে নতুনের ছোঁয়া আনতে ফের উদ্যোগী হলো শ্রীরামপুরের বি পি দে স্ট্রীটের সত্যম বুটিক। বর্তমান পরিস্থিতিতে জনকল্যানে নানান প্রকল্প বাস্তবায়িত হয়েছে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবার সেই প্রকল্পকে বিষয় করেই সত্যম বুটিকে সেজে উঠলো বিভিন্ন শাড়ির সম্ভার। বিশ্ব বাংলার লোগো থেকে শুরু করে কণ্যাশ্রী লক্ষ্মী ভান্ডার বিভিন্ন প্রকল্পের অনুকরণে সেজে উঠেছে শাড়ি।
এবিষয়ে দোকানের কর্নধার তথা বৈদ্যবাটি পুরসভার পুরপ্রশাসক মন্ডলির সদস্য সুবীর ঘোষ জানান বিগত দিনেও এইধরনের শাড়ির চাহিদা ছিলো ব্যাপক এবারেও ঠিক তেমনই জনপ্রিয় এই শাড়ি। পাশাপাশি এবিষয়ে দোকানের কর্মচারী শুভাশীষ দে জানান নতুন সংযোজন প্রকল্পের উপর তৈরি হওয়া মাস্ক। দুটি শাড়ি কিনলে একটি মাস্ক মিলছে সম্পূর্ণ বিণামূল্যে। এবিষয়ে দোকানে আগত এক ক্রেতা জানান অন্যান্য শাড়ির পাশাপাশি এই শাড়িও মন কাড়ছে সকলের। তাই পূজোর দিনগুলোর মধ্যে যে কোনো একদিনে এই শাড়ি অবশ্যই পড়তেই হবে।








