এই মুহূর্তে কলকাতা

কলকাতা হাইকোর্টের নির্দেশে নারদ মামলার তদন্তকারী দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

কলকাতা, ৪ অক্টোবর:- কলকাতা হাইকোর্টের নির্দেশে নারদ মামলার তদন্তকারী দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সিবিআইয়ের পাঁচ আধিকারিক এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি-র দুই আধিকারিক অধ্যক্ষের সঙ্গে দেখা করেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। জানা যাচ্ছে, এই পাঁচ আধিকারিকই নারদ মামলার তদন্তের কাজে যুক্ত ছিলেন। সিবিআইয়ের পাঁচ জনের দলে এসপি, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, সিবিআই নারদ মামলায় চার্জশিট দেয়।

অধ্যক্ষের অনুমতি না নিয়েই ওই চার্জশিট দেওয়া হয় বলে অভিযোগ। এব্যাপারে সিবিআইয়ের ব্যাখ্যা চেয়ে সিবিআই আধিকারিকদের হাজিরা দিতে বলে চিঠি দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ। কিন্তু সিবিআইয়ের কোনও আধিকারিক এদিন বিধানসভায় যাননি। কিন্তু তাঁদের করা মমলায় জোর ধাক্কা খেতে হয় সিবিআইকেই। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, স্পিকার একটি সাংবিধানিক পদ, সুতরাং, তিনি ডাকলে সিবিআইকে হাজিরা দিতে হবে। সেই মতো সোমবার বিকেল চারটের সময় বিধানসভায় পৌঁছে যান পাঁচ আধিকারিক। এর কিছুক্ষণ পরই ইডি-র তরফে সেখানে পৌঁছে যান দুই আধিকারিক।