খানাকুল, ৩ অক্টোবর:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যার মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই হুগলির আরামবাগে নামানো হয়েছে সেনা। খানাকুলের দুটি ব্লকেই বন্যা দুর্গতদের উদ্ধার কার্যে নেমেছে সেনা জওয়ানরা। পাশাপাশি জলবন্দি মানুষদের উদ্ধার কার্যের পাশাপাশি খাবার পৌঁছে দেওয়ার কাজ করছে তারা। এদিন খানাকুলের ঘোষপুর অঞ্চলের ২০ টি সংসদে শুকনো খাবার বন্যার জেড়ে জলবন্দি মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয়। সেনা জওয়ানরা বোটে ও নৌকা করে খাবার পৌঁছে দেয়।
জুলাই মাসের পর আবারও বন্যার কবলে পড়ে ঘোষপুর। এবারও এই অঞ্চলের কয়েক হাজার মানুষ বন্যার কবলে। বাড়ির চারিদিকে জল আর জল। যে দিকে দুই চোখ যাচ্ছে সেই দিকে শুধু জল আর জল। চিন্তায় ও আতঙ্কে দিশা হারা বন্যা দুর্গত মানুষ। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান হায়দার আলি এই সমস্ত বন্যা দুর্গত মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাদের উদ্ধার করে ত্রান শিবিরে পৌঁছে দিচ্ছেন। এদিনও তিনি সেনাদের সহযোগিতায় শুখনো খাবার পৌঁছে দেন।