এই মুহূর্তে জেলা

নদীয়া রানাঘাট সিদ্ধেশ্বরী তলার সুহৃদ সংঘের এবারের থিম হোগলা পাতার মন্ডপ।

নদীয়া, ১ অক্টোবর:- রানাঘাট সিদ্ধেশ্বরী তলায় এই বারে দুর্গাপুজো হতে চলেছে হোগলা পাতার মন্ডপ। এবছর 66 তম বর্ষে তারা পদার্পণ করেছে। সুন্দরবন থেকে হোগলাপাতা এনে তারা এই ধরণের মন্ডপ করতে চাইছেন। পাশাপাশি পুজোর আগে থেকেই নানা প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। আয়োজকদের কাছ থেকে জানা যায়, পাতার দাম খুব বেশি না হলেও, তা সংগ্রহ করা, নিয়ে আসা এবং অত্যন্ত ধৈর্য সহকারে সেগুলি মন্ডপ শয্যার কাজে লাগানো যথেষ্ট ব্যয়বহুল এবং সেই কারণে প্রায় সাত লাখ টাকা বাজেট ধরা হয়েছে শুধুমাত্র মন্ডপের ক্ষেত্রে। হোগলা পাতা দিয়ে ঘর সহ নানা কাজে লাগে। দরিদ্রদের মাথার ওপর আস্তানা দেওয়ার জন্য হোগলা পাতা ব্যাবহার করেন আর তাই এইবারে থিম হোগলা পাতার মন্ডপ সিদ্ধেশ্বরী তলার সুহৃদ সংঘের পুজোর।