এই মুহূর্তে জেলা

ভারতবর্ষের প্রথম মহিলা যিনি অক্সিজেন ছাড়াই ধৌলগিরি পর্বত শৃঙ্গ জয় করলেন।

সুদীপ দাস, ১ অক্টোবর:- ঘড়ের মেঝেতে চল্টা উঠেছে। সারাঘরটাই অগোছালো। বাবা তপন বসাক কঠিন রোগ অ্যালজাইমা ডিমেনসিয়ায় আক্রান্ত। মা স্বপ্না বসাক ঘরের কাজ নিয়েই ব্যাস্ত থাকেন। বোন তমালি বসাক সংসারে একটু বেশী রোজগারের আশায় একটি প্যাথলজিতে কাজ করছেন। এক কথায় অতিব সাধারন পরিবার। এই পরিবারের বড় মেয়েই পিয়ালী বসাক। চন্দননগর কাঁটা পুকুর মেন রোডের বাসিন্দা বছর তিরিশের পিয়ালী বসাক। চন্দননগর কানাইলাল প্রাথমিক বিদ্যামন্দিরের শিক্ষিকা পিয়ালী একাই সংসার চালান।

সেই পিয়ালীই শুক্রবার সকালে ভারতবর্ষের প্রথম মহিলা যিনি অক্সিজেন ছাড়া ৮১৬৭ মিটার উচ্চতাবিশিষ্ট ধৌলগিরি পর্বত শৃঙ্গ জয় করলেন। এই নিয়ে ২০১৮ সালে মাউন্ট মানাসিওর পর ২য় পর্বতশৃঙ্গ জয় এই বাঙালী কন্যার। ২০১৯সালে মাত্র ৪০০ মিটারের জন্য পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেষ্ট জয় করা হয়নি পিয়ালীর। তারপর থেকে পরিবার সহ শুভানুধ্যায়ীরা ভেঙে পরলেও দাঁত কামড়ে পরেছিল পিয়ালী। যার জেরে এবার এই জয়। গত ৫ই সেপ্টেম্বর ধৌলগিরিতে যাত্রা শুরু করে পিয়ালী। শুক্রবার সকাল ছ’টা নাগাদ ধৌলগিরির শৃঙ্গে ভারতবর্ষের জাতীয় পতাকা উজ্জীবিত হয় বাঙালী কন্যা পিয়ালীর হাত ধরে।