হাওড়া, ১ অক্টোবর:- উত্তর হাওড়ায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এর প্রতিবাদে নিজেই জমা জলে চেয়ার নিয়ে বসে পড়লেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। হাওড়া পুরনিগমের বিভিন্ন এলাকায় এখনও জল জমে রয়েছে। কোথাও কোথাও মাসের পর মাস জল জমা থাকছে। ৭ নম্বর ওয়ার্ডের সি রোডে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। পচা জল মানুষের বাড়ি বাড়ি ঢুকছে। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। শুক্রবার সেই এলাকা পরিদর্শনে যান উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। সেখানেই তিনি এই জমা জল নিষ্কাশন না হওয়ার কারণে প্রশ্ন তোলেন। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ সেখানেই বসে থাকার কথা বলেন।