এই মুহূর্তে কলকাতা

স্নাতক স্তরে চার বছরের ডিগ্রী কোর্স চালু হতে চলেছে।

কলকাতা, ৩১ মে:- জাতীয় শিক্ষানীতি অনুসারে রাজ্যে স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চার বছরের অনার্স করতে পারবেন পড়ুয়ারা। এই মর্মে উচ্চ শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নয়া জাতীয় শিক্ষা নীতি মেনে চলতি বছেরই স্নাতকে চার বছরের পাঠক্রম চালু হবে কি না, সেজন্য 6 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল৷ সেই কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরই উচ্চ শিক্ষা দফতর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উল্লেখ্য, করোনাকালে দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে নয়া শিক্ষানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার।

এপ্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, একটি বিভ্রান্তমূলক খবর প্রচারিত হচ্ছে যে রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নিয়েছে। এটিকে সত্যের অপলাপ বললে কম বলা হবে। রাজ্য সরকার একটি সম্পূর্ণ পৃথক শিক্ষানীতি তৈরি করেছে, যেখানে সমস্ত ‘বেস্ট প্র্যাকটিসেস’ বা ভাল ব্যবস্থাগুলিকে নেওয়া হয়েছে। ৪ বছরের ডিগ্রি কোর্স চালু না করলে আমাদের ৭ লক্ষ ছাত্রছাত্রীরা সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশই নিতে পারতো না। এক্ষেত্রে তাদের বাইরের রাজ্যে গিয়ে পড়ার প্রবণতা বড়ে যেতো। যারা আর্থিক ভাবে অস্বচ্ছল, তারা বিপদে পড়তো। এই সমস্ত কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।