এই মুহূর্তে কলকাতা

গ্রাম-শহরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে নজিরবিহীন উদ্যোগ রাজ্যের।

কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে বড়োসড়ো পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। স্বাস্থ্য খাতে রাজ্যের নিজস্ব বিপুল বরাদ্দ এবং পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ কাজে লাগিয়ে জেলায় জেলায় এইসব পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকাঠামোর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, ব্লক স্তরের হেলথ এবং ওয়েলনেস সেন্টার তৈরি ইত্যাদি। একই সঙ্গে গ্রামীণ ও শহরাঞ্চলের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র গুলির সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে এই প্রকল্পের আওতায়। সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম বিভিন্ন জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করে এইসব পরিকাঠামো তৈরীর জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সূত্রের খবর পঞ্চদশ অর্থ কমিশন পরবর্তী পাঁচটি আর্থিক বছরের জন্য রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে মোট ৪,৪০২ কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের গ্রামীণ ও শহরাঞ্চলের জন্য এই বরাদ্দ যথাক্রমে ২৭৩২.৮০ কোটি এবং ১৬৬৯.৫৬ কোটি টাকা।

চলতি ২০২১-২২ বছরে এই বরাদ্দের পরিমাণ ৮৩০ কোটি টাকার কাছাকাছি। চলতি আর্থিক বছরের বাজেটে স্বাস্থ্যখাতে চারগুণ বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। ওই খাতে রাজ্যের মোট বরাদ্দ ১৬,৩৬৮ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এই পরিমান বাজেট বৃদ্ধি রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। এই বিপুল বরাদ্দ কে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্তারা জানাচ্ছেন বিগত দশ বছরে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার ভোল বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের মধ্যে এ রাজ্যে সবথেকে বেশি সংখ্যক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে। রাজ্যে রয়েছে প্রায় ২৫ টি মেডিকেল কলেজ। করোনা কালে সরকারি হাসপতালে সাধারণ বেড এবং অক্সিজেন বেড তৈরি করে গোটা দেশের সামনে উদাহরণ তৈরি করেছে এ রাজ্য। এবার নতুন করে গ্রাম ও শহর অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কে ঢেলে সাজানোর লক্ষ্যে এগিয়ে চলা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।