হুগলি, ২৯ সেপ্টেম্বর:- প্রবল বর্ষণ কে উপেক্ষা করে শ্রীরামপুরের নবনিযুক্ত পৌর প্রশাসক গৌরমোহন দে ২৭ নম্বর ওয়ার্ডের রেল লাইনের ধার বরাবর যে সমস্ত বাড়িগুলি আছে যেখানে গরীব মানুষরা বসবাস করেন তাদের অবস্থা সরেজমিনে দেখতে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং আরবান প্লানার কে সঙ্গে নিয়ে তিনি এলাকাগুলো ঘুরে দেখেন।
পরে সাংবাদিকদের গৌর বাবু জানান এই সমস্ত এলাকায় অত্যন্ত গরীব মানুষরা বাস করেন। রেল লাইন লাগোয়া এই সমস্ত বস্তিবাসীদের একটা ইলেকট্রিক্যাল কানেকশনের প্রবলেম আছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
সেই ঘটনা যাতে না ঘটে আমরা তা দেখলাম, এবং এখানকার মানুষদের জন্য যাতে পাকা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় সেই বিষয়টাও খতিয়ে দেখা হল এদিন প্রবল দুর্যোগ মাথায় করে শ্রীরামপুরের প্রশাসক এলাকাবাসীদের কষ্টের কথা শুনে তড়িঘড়ি চলে আসেন পুরো প্রশাসক গৌর মোহন দে। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষেরা।