এই মুহূর্তে কলকাতা

তৃণমূলে যোগ দিয়েই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- সোমবার কংগ্রেস ছেড়ে মঙ্গলবারই কলকাতায় আসেন ৭ বারের কংগ্রেস বিধায়ক লুইজিনহো।। তখনই স্থির হয়ে গিয়েছিল, বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে লুইজিনহো যোগ দেবেন তৃণমূলে। আর বুধবার দুপুরে দেখা গেল, নবান্নে গিয়েছেন লুইজিনহো এবং কয়েকজন নেতা। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ছিলেন অভিষেক ব্যানার্জিও। মমতা তাঁদের সকলকে উত্তরীয় উপহার দেন। সেখান থেকেই তাঁরা সোজা চলে আসেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। অভিষেক ব্যানার্জি, সুব্রত মুখার্জি, সৌগত রায়রা লুইজিনহো–সহ সকলকে স্বাগত জানান। এরপর তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দলে যোগদানের পর তিনি মমতার লড়াইয়ের প্রশংসা করেন।

লুইজিনহো বলেন, ‘‌মমতা লড়াকু নেত্রী, প্রকৃত স্ট্রিট ফাইটার। দেশের রাজনীতিতে এই মুহূর্তে তাঁর মতো নেত্রী চাই। মমতার সঙ্গে হাতে হাত রেখে লড়াই করব।’‌ লুইজিনহো ছাড়াও এদিন তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার অন্যতম পরিচিত মুখ লাভু মামলেদার। যোগ দিলেন বিশিষ্ট সাহিত্যিক এন শিবদাস। যিনি সাহিত্য আকাডেমি পুরষ্কার প্রাপক। যোগ দিয়েছেন গোয়ার পরিবেশ আন্দোলনের মুখ শিবাজী কাকোদর। জানা গেছে গোয়ার আরও অনেক রাজনৈতিক নেতা বৃহস্পতিবার গোয়াতেই যোগ দেবেন তৃণমূলে। গোয়ায় রয়েছেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন ও প্রসূন ব্যানার্জি। গত সপ্তাহেই তাঁরা ৭ দিনের জন্য গোয়া গিয়েছেন সংগঠন মজবুত করার লক্ষ্যে। গোয়ার রাস্তায় ইতিমধ্যে দেখা গেছে মমতা ব্যানার্জির নামে পোস্টারও।