এই মুহূর্তে জেলা

হাওড়ায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন প্রাথমিক টেট উত্তীর্ণ ট্রেন্ড চাকরি প্রার্থীরা।

হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- মাথায় সাদা ফেট্টি আর হাতে কালো রিবন বেঁধে প্ল্যাকার্ড নিয়ে হাওড়া জেলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন প্রাথমিক টেট উত্তীর্ণ ট্রেন্ড চাকরি প্রার্থীরা। অভিযোগ, ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের অনেকেই এখনও চাকরি পাননি। ২০২০ সালের নভেম্বর মাসে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সকলকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সুরাহা মেলেনি। এই নিয়ে মঙ্গলবার দুপুরে রাজ্যের অন্যান্য জেলার মতো হাওড়াতেও ডিপিএসসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন জেলার প্রাইমারি টেট উত্তীর্ণ ট্রেন্ড কিন্তু নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। প্ল্যাকার্ড নিয়েই এদিন বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা।

টেট পাস প্রশিক্ষিত ইনক্লুডেড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে প্রিয়াঙ্কা পাত্র জানান, ২০১৪ য় টেট পাস করেছেন। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ২০১৪র টেট পাস ক্যান্ডিডেটদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। এই ঘোষণার পর এক বছর কেটে গেল। এখনও পর্যন্ত নিয়োগপত্র হাতে পাননি। সেই কারণে এদিন ধর্না দিয়েছেন। আন্দোলনে সামিল অপর এক চাকরি প্রার্থী জানিয়েছেন, তাদের মুখ্যমন্ত্রী যেন বেকার যন্ত্রণা থেকে মুক্ত করেন। যাতে উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাঁরা এগিয়ে যেতে পারেন। মুখ্যমন্ত্রী ধাপে ধাপে নিয়োগ করার কথা বলেছিলেন। পর্ষদ তা অমান্য করছে বলেও তাঁর অভিযোগ।