Uncategorized এই মুহূর্তে কলকাতা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুতের যন্ত্রাংশে জল জমলেই বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা।

কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- দুর্যোগপূর্ণ আবহাওয়া জনিত কারনে বিদ্যুতের ট্রান্সফর্মার, ফিডার বক্স বা সাব-স্টেশনে জল জমে থাকলে রাজ্য সরকার সুরক্ষার কথা মাথায় রেখে সেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, সচিব এবং সব জেলার অধিকর্তা, সিইএসসি র আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটি ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করেন। প্রশাসন অনুমতি না দিলে সেখানে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে না বলে তিনি নির্দেশ দিয়েছেন।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব জায়গায় মাইক প্রচার ছাড়াও ফিডার বক্স, মিটার বক্স, ট্রান্সফর্মার পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া প্রতিটি জেলায় চব্বিশ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খুলে রাখার কথা বলা হয়েছে। এক হাজার ৮৮৯ টি মোবাইল ভ্যানকে নজরদারির কাজে লাগানো হয়েছে। যে কোনো পরিস্থিতিতে গ্রাহকরা টোল ফ্রি নম্বর ১৯১২১ বা ৮৯০০৭৯৩৫০৩ এই হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠিয়ে অথবা ফোন করে সরাসরি সমস্যার কথা জানাতে পারবেন।