এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে বিধায়ক।

হুগলি, ২৬ সেপ্টেম্বর:- বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় গুলাব। মোকাবিলায় প্রস্তুত হুগলী জেলা প্রশাসন। রবিবার দুপুরে চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যবাটী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ায় গঙ্গার ঘাট পরিদর্শন করেন। বিধায়ক বলেন, গুলাব আসছে তার প্রভাব পড়বে হুগলিতেও। তাই আগাম দেখে নেওয়া হচ্ছে কি কি করনীয়। আগের আমপান বা যশের ক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়া হয়ে ছিল। বিভিন্ন স্কুলে থাকার ব্যবস্থা করা হয়। ক্ষয়ক্ষতি অনেকটাই কম হয়েছিল। গুলাব ঘূর্ণিঝড় আসার আগেই স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে গেলাম। কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে পৌরসভায় কে জানানোর কথা বলা হয়েছে। রাজবংশী পাড়ায় প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। বেশী ভাগ পরিবার মৎস্যজীবী। হুগলীর জেলাশাসক পি দীপাপ প্রিয়া জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। ২৪ ঘন্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোলরুম খোলা হয়েছে জেলার প্রত্যেক মহকুমা ও ব্লকে। একইসঙ্গে জেলার ১৩ টি পুরসভাকেও অতিরিক্ত লোকবল নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা গুলি দুর্যোগের সময় গঙ্গা সংলগ্ন এলাকায় না যাওয়ার জন্য প্রচার চালাচ্ছে।