কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্য সরকার একটি পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের উপরে শুক্রবার থেকে বিধাননগরের বিকাশ ভবনে শুরু হওয়া দুই দিনের এক আন্তর্জাতিক ওয়েবিনারে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন খুব শীঘ্রই এই পোর্টালটি চালু করার জন্য দেশের শীর্ষ বনিক সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাষ্ট্রিজ এর কর্তাদের সঙ্গে কথা হয়েছে।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি, কর্মসংস্থানের খবর ছাড়াও উচ্চশিক্ষা ও ই ব্যবসা সংক্রান্ত সব ধরনের তথ্য এইখান থেকে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। পোর্টালটিতে প্রায় ছয়শো সংস্থা ও তাদের বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্যের সঙ্গে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সুলুক সন্ধান দেওয়া হবে বলে জানা গিয়েছে। ছাত্র-ছাত্রীরা যে বিষয়ে পড়তে আগ্রহী তার উপরে তাদের মানসিক প্রস্তুতি কতটা সেটাও এই পোর্টালের মাধ্যমে পরীক্ষা করে দেখার ব্যবস্থা থাকবে বলেও সূত্রের খবর।