এই মুহূর্তে জেলা

প্রফুল্ল সেনের ৩১ তম মৃত্যু দিবস পালন আরামবাগে।

আরামবাগ, ২৫ সেপ্টেম্বর:- শনিবার সকালে আরামবাগে পালিত হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চন্দ্র সেনের ৩১ তম মৃত্যু দিবস পালিত হলো। এদিন আরামবাগ এসডিও অফিস সংলগ্ন কাঁঠালতলায় প্রফুল্ল চন্দ্র সেনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অচিন্ত কুন্ডু, আরামবাগ মহকুমার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আরামবাগের বিশিষ্ট মানুষ হরিপ্রসাদ মেদ্দাসহ অন্যান্যরা।প্রফুল্ল চন্দ্র সেন আরামবাগকে নতুন করে পথ দেখিয়েছিলেন।

কৃষি ও এলাকার সার্বিক উন্নতিতে তাঁর অবদান কখনও ভোলার নয়। তাই এখানকার মানুষ তাঁকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে আরামবাগের গান্ধীজি বলেন।এমনটাই জানালেন উপস্থিত বিশিষ্ট জনেরা।এই বিষয়ে আরামবাগের প্রশাসক স্বপন নন্দী জানান, গান্ধীজির ডাকে সারা দিয়ে প্রফুল্ল চন্দ্র সেন আরামবাগে এসেছিলেন। স্বাধীনতা সংগ্রামে অংশ নেন।অপরদিকে আরামবাগের অন্যতন গুনি ব্যক্তি হরিপ্রসাদ মেদ্দা জানান তিনি সর্বদা মানুষের পাশে থাকতেন।ভারতবর্ষের মহান ব্যক্তি প্রফুল্ল চন্দ্র সেন। সবমিলিয়ে তাঁর নামেই আরামবাগ রেলস্টেশনের নামকরণ হয় ‘আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন’। এদিন তাই আরামবাগবাসী বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরামবাগের গান্ধী প্রফুল্ল চন্দ্র সেনের মৃত্যু দিবসে শ্রদ্ধার্ঘ জানান।