এই মুহূর্তে জেলা

২৪শে সেপ্টেম্বর বিশ্ব “জলবায়ু ধর্মঘট”এর সমর্থনে পদযাত্রা চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২৪ সেপ্টেম্বর:- ২৪শে সেপ্টেম্বর ২০২১। “বিশ্ব জলবায়ু” ধর্মঘটের ডাক দিয়েছে “দ্য গ্রেট” গ্রেটা থুনবার্গের সংগঠন “ফ্রাইডেজ ফর ফিউচার”। অষ্টাদশী গ্রেটাকে সমর্থন করে পৃথিবীর ১৮৭ টি দেশের প্রায় ১৪হাজার বৈজ্ঞানিক। তবে এবছরই প্রথম নয়, বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে বিগত দু’বছর আগেই ২৪শে সেপ্টেম্বর দিনটি বিশ্ব “জলবায়ু ধর্মঘট” হিসাবে পালিত হয়ে আসছে। ২০০৩সালে জন্মগ্রহন করা সুইডিশ কন্যা গ্রেটা থুনবার্গ মাত্র ১৫ বছর বয়সে ২০১৮ সালে কৃত্রিমভাবে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে সুইডেনের সংসদের সামনে ধর্নায় বসেন। অভূতপূর্ব সেই প্রতিবাদকে সমর্থন জানান গোটা পৃথিবীর জ্ঞানীগুনি বিদ্যজনেরা। বিশেষজ্ঞদের মতে শিল্প বিপ্লবের আগে ১৭৫০ সাল থেকে ২০২১ পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা বেড়েছে ১.২ ডিগ্রী সেলসিয়াস।

অধিক পরিমানে প্রতিদিন গ্রীন হাউস গ্যাস নির্গমনের ফলে বিশ্ব উষ্ণায়নের সামনে দাঁড়িয়ে আমরা। আজ আমাদের সাথের পৃথিবী চরম বায়ু দূষনের সম্মুখীন। প্রতিনিয়ত কল-কারখানার কালো ধোঁয়া, পেট্রোল-ডিজেলের গাড়ির ফলে বাতাসে মিশছে বিষাক্ত কার্বন। এভাবে চলতে থাকলে আগামী ৫০০ থেকে সাড়ে ৫০০ বছরের মধ্যে পৃথিবীর প্রানীকূল ষষ্ঠ বিলুপ্তির পথে হাঁটবে। তাই অবিলম্বে জলবায়ুকে বাঁচাতে হবে। এই ভূবনের শ্রেষ্ঠ প্রানী হিসাবে যার দ্বায়িত্ব নিতে হবে আমাদেরকেই। তাই জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের ডাকে এই জলবায়ু ধর্মঘট। এদিন চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে জলবায়ু ধর্মঘটের সমর্থনে এক পদযাত্রা বের হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্র আয়োজিত এই পদযাত্রা বিজ্ঞানমনষ্ক মানুষদের পাশাপাশি ছিলেন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। পরিবেশ বাঁচানোর পোস্টার হাতে এই পদযাত্রায় অংশগ্রহণ করে সকলে। পদযাত্রা চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত হয়। সেখানে জলবায়ুকে বাঁচাতে সচেতনতামূলক পথসভা হয়।