এই মুহূর্তে জেলা

জমা জলে ড্রেনে নেমে গেল বাসের চাকা। অল্পে রক্ষা যাত্রীদের।

হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- বৃষ্টির জমা জলে রাস্তা ঠাওর করতে না পেরে নর্দমায় নেমে যায় বাসের চাকা। রাস্তার ধারে কাত হয়ে যায় যাত্রীবাহী বাস। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মিনি বাসের যাত্রীরা। ঘটনাটি ঘটেছে হাওড়া লিলুয়া থানা বামুনগাছি রেল কোয়ার্টারে কাছে। বৃহস্পতিবার বিকালে ভট্টনগর ধর্মতলা রুটের ওই মিনিবাস বামুনগাছি রেল কোয়ার্টারে কাছে যাবার সময় ঘটনাটি ঘটে।

শুধু তাই নয়, এর পাশাপাশি রাস্তার জমা জলে কিছুটা দূরেই হাওড়া জেলা হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু নিয়ে বাড়ি ফেরার পথে রোগীর ট্যাক্সিও ফেঁসে যায় গর্তে। এলাকার মানুষ আটকে যাওয়া ট্যাক্সিটি সরাতে সহায়তা করেন।