এই মুহূর্তে কলকাতা

বিদ্যাসাগর সেতুর সঙ্গে সংযোগকারী ৬ নম্বর জাতীয় সড়কের কাজের গতি আনার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২২ সেপ্টেম্বর:- কোনা এক্সপ্রেসওয়ের উপর চাপ কমাতে রাজ্য সরকার বিদ্যাসাগর সেতুর সঙ্গে ৬ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী ৬ লেনের প্রস্তাবিত এলিভেটেড করিডোর তৈরির কাজে গতি আনার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহায়তায় প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই করিডর তৈরির পরিকল্পনা নিয়েছে। ওই প্রকল্পের খরচ ধার্য করা হয়েছে ২১২৫ কোটি টাকা। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বীবেদি সম্প্রতি নবান্নে এই এলিভেটেড করিডোর নির্মাণের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন।

জাতীয় সড়ক কতৃপক্ষ, পরিবহণ, পূর্ত, বিদ্যুৎ স্বরাষ্ট্র দফতর, পুর দফতর, রেল, হাওড়া জেলা প্রশাসন, পুলিশ সহ সংশ্লিষ্ট সব পক্ষ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ৬ মাসের মধ্যেই ওই প্রকল্প রূপায়নের কাজ শুরু করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। ২০২৪ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।