এই মুহূর্তে জেলা

বুধবারেও দুই ডিভিশনের কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রার সূচি পরিবর্তন করলো পূর্ব রেলওয়ে।

হাওড়া, ২২ সেপ্টেম্বর:- জলমগ্ন পরিস্থিতিতে মঙ্গলবারের পর বুধবারেও শিয়ালদহ ও হাওড়া দুই ডিভিশনের কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রার সূচি পরিবর্তন করলো পূর্ব রেল। গত কয়েকদিনের প্রবল বর্ষণের পর মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। কিন্তু এরপরেও হাওড়া ডিভিশনের টিকিয়াপাড়া ইয়ার্ড, ইএমইউ কারশেড এবং ঝিল সাইডিং থেকে জমা জল এখনও সম্পূর্ণ সরেনি। শিয়ালদহ ডিভিশনের কলকাতা স্টেশন জলমগ্ন হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবারের পর বুধবারও ট্রেন চলাচল ব্যাহত হয়। জলমগ্ন পরিস্থিতির কারণে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই কারণে এদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রার সময়সূচির পরিবর্তন করা হয়।

পূর্ব রেলের তরফ থেকে জানা গেছে, বাতিল ট্রেনগুলোর মধ্যে রয়েছে কলকাতা – লালগোলা – কলকাতা স্পেশাল, আজমগড় – কলকাতা স্পেশাল, গোরখপুর – কলকাতা স্পেশাল, রাধিকাপুর – কলকাতা স্পেশাল, বালুরঘাট – কলকাতা স্পেশাল, হলদিবাড়ি –  কলকাতা স্পেশাল এবং হাওড়া – আগরতলা স্পেশাল। এর পাশাপাশি পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০২৩১৯ কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট স্পেশাল দুপুর ১ টা ১০ মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৬টা, ০৩১৫১ কলকাতা জম্মু তাওয়াই স্পেশাল সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টা এবং ০৩০১১ হাওড়া মালদা টাউন স্পেশাল দুপুর ৩টে ২৫ মিনিটের পরিবর্তে বিকেল সাড়ে ৪টেয় ছাড়া হবে।