এই মুহূর্তে জেলা

খাবারের মধ্যে টিকটিকি আতংক ছড়িয়ে পড়ল গৌরহাটি ই এস আই হাসপাতালে।

হুগলি , ২০ সেপ্টেম্বর:- রাতের খাবারের মধ্যে টিকটিকি সেই কারনে আতংক ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বর গৌরহাটি ই এস আই হাসপাতালে। এই হাসপাতালে মুলত ভদ্রেশ্বর চাপদানি চন্দননগর বৈদ্যবাটি এলাকার কলখানার শ্রমিকরা অসুস্থ হলে চিকিৎসার জন্য ভর্তি হয়। কিন্তু খাবারের মান অত্যন্ত নিম্নমানের বলে দাবি করল অসুস্থ শ্রমিকরা। রবিবার রাতের খাবার খেতে গিয়ে এক শ্রমিক খাবারের মধ্যে মরা টিকটিকি দেখতে পেয়ে আশ্চর্য হয়ে যায়। ওই শ্রমিকের দাবি এই টিকটিকির কিছু অংশ সে খেয়ে নিয়েছে। ওয়ার্ডের সব শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে তাদের অভিযোগ জানাতে থাকে। রাতে বাড়ির লোকেরা আসে না। তাই খুব সমষ্যা এদের।এব্যাপারে কর্তব্যরত নার্স জানায় তিনি কিছু বলতে পারবেন না। যা বলার সুপার ওয়ার্ড মাস্টার বলবেন।কিন্তু তাদের দেখা পাওয়া গেল না।