সুদীপ দাস, ১৭ সেপ্টেম্বর:- চায়না সুতোর রমরমা রুখতে বিশ্বকর্মা পুজোর দিন হানা চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। শুক্রবার সকালে চন্দননগর কমিশনারেটের ইবি ডানকুনি থেকে চুঁচুড়া পর্যন্ত বিভিন্ন ঘুড়ির দোকানে হানা দেয়। দিনকয়েক আগেও তাঁরা হানা দিয়েছিলো। সেবার শেওড়াফুলি ও চন্দননগর থেকে প্রচুর চায়না সুতো বাজেয়াপ্ত করা হয়েছিলো। আজ চুঁচুড়ার নারায়নপুরে একটি বড় ঘুড়ির দোকানে হানা দেয় ইবি। এখান থেকে ১৫০ রিম চায়না সুতো ও সুতো গোটানোর মেশিন বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও দোকানের মালিক না থাকায় এখনও পরযন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।









