এই মুহূর্তে কলকাতা

একমাস ধরে চলা দুয়ারে সরকার শিবিরে দুকোটির কাছাকাছি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন।


কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- রাজ্যে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের দ্বিতীয় দফা কর্মসূচি গতকাল শেষ হয়েছে । ওই দিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজ্যের ৩ কোটি ৫৬ লক্ষেরও বেশি মানুষ দুয়ারে সরকার শিবিরে যোগদান করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ১৬ আগস্ট থেকে গত ১ মাস ধরে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হওয়া ৯১,৮৬৮টি শিবিরে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। এই সময় প্রায় ২ কোটির কাছাকাছি মহিলারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বলে জানা গেছে।

এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জমা পড়েছে ৬৫ লক্ষেরও বেশি। খাদ্যসাথী প্রকল্পে আবেদন জমা পড়েছে ২৭ লক্ষেরও বেশি। ‘দুয়ারে সরকার’ শিবিরের সাধারণ মানুষের অংশগ্রহণের নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলার মোট আবেদনকারীর সংখ্যা ৪২ লক্ষ ৪৮ হাজার ১৬২ জন। ‘দুয়ারে সরকার’-এর জনপ্রিয়তার বিচারে দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও হুগলি। আর এই তালিকায় সব শেষে রয়েছে কলকাতা। শেষ দিনের হিসাবে কলকাতায় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের শিবিরে গিয়েছেন ৮ লক্ষ ৭০ হাজার ৩৬৩ জন মানুষ।