কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে কোভিড পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনও পুরোপুরি আয়ত্বে আসেনি সংক্রমণ। একই সঙ্গে চোখ রাঙাচ্ছে অতিমারীর তৃতীয় ঢেউয়ের আগমন আশঙ্কা। আসন্ন উৎসবের মরশুমে উৎসাহী মানুষের ভিড় যে আশঙ্কাকে আরও বাড়িয়ে দিতে পারে। এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে
কোভিড বিধি নিষেধের মেয়াদ বাড়িয়ে দিল রাজ্য সরকার। চলতি দফায় বুধবার পর্যন্ত ছিল বিধি নিষেধের মেয়াদ। এদিনই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জরি করে ওই মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
নির্দেশিকার জানানো হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মানুষের গতিবিধিতে যে নিয়ন্ত্রণ ছিল, তা বহাল থাকবে। তবে এদিনের জারি করা নির্দেশিকায় লোকাল ট্রেন নিয়ে কোনও কথা উল্লেখ নেই। ফলে এখনই লোকাল ট্রেন চালু হবে এমন কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। সব অফিস এবং কর্মপ্রতিষ্ঠানগুলিকে কোভিডবিধি মেনে চলতে বলা হয়েছে। অন্যদিকে কোন ব্যক্তি নিয়ম লঙ্ঘন করলে জেলা ও পুলিশ প্রশাসনকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।