এই মুহূর্তে কলকাতা

তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে খুব শীঘ্রই গ্লোবাল টেন্ডার ডাকতে চলেছে রাজ্য সরকার।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহী সংস্থার খোঁজে রাজ্য সরকার খুব শীঘ্রই গ্লোবাল টেন্ডার ডাকতে চলেছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানান, রাজ্য সরকার বন্দর নির্মাণের ব্যাপারে সম্প্রতি আরেক দফা সমীক্ষা চালিয়েছে। প্রস্তাবিত বন্দরের এলাকা ছাড়াও পার্শ্ববর্তী দাদন পাত্র বারে রাজ্য সরকারের হাতে থাকা ১২০০-১৪০০ একর জমিকে কেন্দ্র করে বন্দর তৈরীর জন্য খুব শীঘ্রই আগ্রহী সংস্থাকে প্রস্তাব দেওয়া হবে। অন্যদিকে রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ প্রকল্পের কাজ ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে শেষ করা হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন।

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড – গেইল জগদীশপুর থেকে হলদিয়া, ধামরা বন্দর থেকে কলকাতা পর্যন্ত ওই পাইপ লাইনের কাজ করছে। তিনি বলেন এই প্রকল্পে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের জন্য রাজ্যের মোট চারটি সাবস্টেশন তৈরি করা হবে। যার মধ্যে দুটি সিএনজি সাবস্টেশন তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। অশোকনগরে পেট্রোলিয়াম প্রকল্পে ও বাণিজ্যিক উৎপাদন খুব শীঘ্রই শুরু হবে বলেও মুখ্য সচিব জানিয়েছেন। উত্তর ২৪ পরগনা ছাড়াও পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি তে পেট্রোলিয়ামের খোঁজ চালানোর জন্য ওএনজিসি কে লাইসেন্স দিয়েছে রাজ্য সরকার। সেখানেও প্রাকৃতিক তৈল ভান্ডারের খোঁজ চালাচ্ছে ওই সংস্থা।